কক্সবাজার প্রতিনিধি>কক্সবাজারের টেকনাফ হ্নীলা জাদিমুড়া ফোর স্টার ব্রিকস ফিল্ডের সামনে অভিযান পরিচালনা করে, ১৫ হাজার ইয়াবাসহ মো. আবদুল্লাহ ওরফে মোচনী (২৫) নামে ০১ যুবককে আটক করতে সক্ষম হয় র্যাব-১৫।
সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬:০০ টার দিকে র্যাবের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউপিস্থ জাদিমুড়ার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়, এতে র্যাবের উপস্থিতি টের পেয়ে, ঐ ইয়াবাকারবারী পালিয়ে যাওয়ার সময় মোঃ আবদুল্লাহ ওরফে মোচনী’কে আটক করা হয়।
র্যাব আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।