122 বার পঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি>ঠিকাদার প্রতিষ্ঠান কাজ না শুরু করায় সাধারণ মানুষের চলাচলের রাস্তায় পানি জমে জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে।আর বদনামের ভাগিদার হচ্ছেন মাননীয় মেয়র মহোদয় জনাব গিয়াস উদ্দিন রুবেল ভাট ।
আজ বৃহস্পতিবার ১৮ ই আগস্ট সকাল থেকে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভ্যাট নিজ উদ্যোগ পৌরসভার কয়েকটি রাস্তা সংস্কার করেন, তার মধ্যে টি,সি রোড অন্যতম।
এই ব্যপারে গিয়াস উদ্দিন রুবেল ভ্যাট এই প্রতিবেদক কে বলেন, টি.সি রোড রায়পুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা, ঠিকাদার প্রতিষ্ঠান বাবুল এন্ট্রারপ্রাইজ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও আদৌ কাজটি শুরু করে নাই।
তাই জনগণের দূর্ভোগের কথা চিন্তা করে আজ নিজে উপস্থিত থেকে রাস্তাটি সাময়িক চলাচলের উপযোগী করে দিয়েছি।
এই দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার শিশির পাঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।