1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. jonehaidar42@gmail.com : Daynik DesherKotha : Daynik DesherKotha
রাজাপুরে মৃত্যু স্বামী’র সম্পত্তি রক্ষার দাবীতে বিধবা স্ত্রীর সংবাদ সম্মেলন ! - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম নীরব প্রতিবাদের প্রতীক : আবু সাঈদ মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নাহিদ ইসলাম চা পাতার নির্যাসে তৈরি সিলভার কণায় দ্বিগুণ বৃদ্ধি পাবে জারবেরা ফুলের জীবনকাল নবীনগরে তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কৃষক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা শুক্রবারের ফজিলত নিয়ে রাসূল (সা.)-এর গুরুত্বপূর্ণ হাদিস রাজবাড়ীতে এনসিপির পথসভায় ভাবি স্লোগানে মাতলেন কর্মীরা রাখাইনে জান্তার নৌঘাঁটি ঘিরে রেখেছে আরাকান আর্মি, তীব্র সংঘর্ষ চকরিয়ার রাজপথ প্রকম্পিত হয়েছে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে কেটে আনা ইলিশ ও কাকলি মাছ বিক্রয়

রাজাপুরে মৃত্যু স্বামী’র সম্পত্তি রক্ষার দাবীতে বিধবা স্ত্রীর সংবাদ সম্মেলন !

দেশেরকথা
  • প্রকাশ শনিবার, ১৯ মার্চ, ২০২২
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

 193 বার পঠিত

রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুরে মৃত্যু স¦ামী’র সম্পত্তি রক্ষার দাবীতে বিধবা স্ত্রী ও সন্তানরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে এ দাবী করেন রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার মৃত্যু আবদুল হালিম জমাদ্দারের বিধবা স্ত্রী ও মৃত্যু ছাইয়েদুর রহমানের মেয়ে রুমা সুলতানা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন বিধবা ২ সন্তানের অসহায় জননী। আমার জন্মের আগে আমার পিতা মৃত্যু বরণ করেছে। আমার গর্ভধারিনী মা আমাকে নিয়ে আমার মাতামহের বসতঘরে বসবাস করতেন।সেই ঘরখানাও মুক্তিযুদ্ধের সময়ে পাক বাহিনি ও রাজাকার’রা আগুন দিয়ে পূড়িয়ে ফেলে সবকিছু লুটে নিয়েছিলো।

আমার স্বামী আবদুল হালিম জমাদ্দারের মৃত্যুর পরে তার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তিতে আমার দুই সন্তান নিয়ে আমি বসবাস করে আসতেছি। আমার শ^শুর আব্দুল রশিদ জমাদ্দার জীবিত থাকা কালীন সময়ে তার আরেক ছেলে আমার মৃত্যু স্বামীর ভাই শুক্কুর জমাদ্দার ওরফে নাসিরের সাথে সম্পর্ক ভালো ছিলোনা কারন শুক্কুর জমাদ্দার অসৎ চরিত্রের ছিলো।

চরিত্র খারাপ থাকার কারনে স্থানীয় ও স্বজনদের শালিস ব্যবস্থার মাধ্যমে বাধ্য হয়ে এলাকা ত্যাগ করে বাগেরহাট রামপালে গিয়ে আমার শ^শুরের কবলা সম্পত্তিতে একাই ভোগদখল ও বসবাস শুরু করে শুক্কুর জমাদ্দার। সেখানে সে বিভিন্ন অপরাধে জড়িয়ে কারাভোগ করে। জেলাখানা থেকে বের হয়ে তিনি পুনরায় রাজাপুরের নৈকাঠিতে এসে তার মৃত্যু ভাই হালিম জমাদ্দারের অংশে অনধিকার প্রবেশের চেষ্টা চালায়।

তাতে ব্যর্থ হয়ে আমি ও আমার সন্তানদের নামে মিথ্যা মামলা ও বিভিন্ন দপ্তরে মিথ্যা আবেদন করে সমাজে আমাদের হেও প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুক্কুর জমাদ্দারকে আমার শ^শুর জীবিত থাকা কালীন সময়েই তার সম্পত্তি থেকে অংশ বুঝিয়ে দিয়েছেন যাহা তার প্রথম স্ত্রীও সন্তানগন অন্য দাগে ভোগ দখল করে।

শুক্কুর জমাদ্দার আমাদের সম্পত্তি আতœসাধের লোভে আমি ও আমার স্বামী মৃত্যু হালিম জমাদ্দারের ঔরষজাত ২ টি সন্তানকে তাদের পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করার জন্য অপপ্রচার এবং আমার স্বামীর সম্পত্তি থেকে আমাদের বিতারিত করার চেষ্টা চালাচ্ছে।

 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park