202 বার পঠিত
রমজানে স্বল্প লাভে আতর সুরমা তসবিহ ধর্মীয় বই বিক্রি করেন মিনহাজুল ইসলাম।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় এলাকায় তার বাড়ী। তিনি ৩৫ বছর ধরে এ ব্যবসা করে আসছেন।
১৯৯৫ সালে কামিল পাশ করার পর এক মাদ্রাসায় শিক্ষক পদে আবেদন করেন। কিন্তু ওই মাদ্রাসার প্রিন্সিপাল তাকে নিয়োগ না দিয়ে অন্য একজনকে নিয়োগ দেন।এই ক্ষোভে চাকুরী করার আশা ছেড়ে সুন্নাতি এ ব্যবসায় নেমে পড়েন।
প্রতি বছর রমজান মাসে তিনি বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করেন।এতে তার ব্যবসাও ভালো চলে।এতে তিনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন।
গত শুক্রবার নুতন অনন্ত পুরের কবিরাজ পাড়া আকবরিয়া ইবনে রহমতুল্লাহ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দেখা হয় এই প্রতিবেদকের সাথে। তিনি জানান এ ব্যবসায় তিনি খুশি। অনন্ত পুর বাজারে তার একটি দোকান আছে ইফতার পূর্ব মূহুর্তে তিনি সেখানে ফিরে যান।
মসজিদ প্রাঙ্গণে কথা হয় এলাকার কয়েকজনে সাথে তারা আতর টুপি অল্প দামে বেশ খুশী। এলাকার বিশিষ্ট ব্যক্তি ওই মসজিদের পরিচালক রাশেদ আলী সরকার জানান, আমিও আতর কিনলাম তবে স্বল্প লাভে দিয়েছে। আমরা তার হালাল ব্যবসার সফলতা কামনা করছি।