141 বার পঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি>কুড়িগ্রামের রৌমারীর ছাটকড়াইবাড়ি সীমান্তে নুরুজ্জামান (২৪) নামের এক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে তাকে আটক করা হয়। বিজিবি জানায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে আড়কির মাধ্যমে গরু পারাপার করে আসছে।
এ খবর জানার পর থেকে সীমান্তে টহল জোরদার করা হয়। ওইদিন রাতে দঁাতভাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে কয়েকজন গরু ব্যবসায়ী পালিয়ে গেলেও ছাটকড়াইবাড়ি সীমান্তের ১০৫৭-৫৮ পিলার হতে বাংলাদেশ অভ্যন্তরে নুরুজ্জামানকে আটক করা হয়।
আটক যুবক উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের শের আলীর ছেলে। রৌমারী থানার অফিসার ইনচার্জ জানান, বিজিবি কর্তৃক আটক যুবককে থানায় সোপর্দ করেছে এবং শনিবার মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে ।