215 বার পঠিত
অভয়নগর (যশোর) সংবাদদাতা> যশোর অভয়নগরে বাসের চাকায় পিষ্ট হয়ে আয়শা সিদ্দিকি ইরানী (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালতলা বাসস্ট্যাড নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বিভাগদী গ্রামের হারান মেম্বারের ছেলে ইমরান হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৯টার দিকে তালতলা এলাকার মোটরসাইকেলে বসে থাকা আয়েশা মহাসড়কের ছিটকে পড়লে খুলনাগামী বাসের চাকায় পিষ্ট হন তিনি। মহাসড়কে পড়ে থাকা আয়শা সিদ্দিকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানাগেছে, বৃহস্পতিবার সাতক্ষীরার আশাশুনি প্রতাবনগর বাপের বাড়ি থেকে শশুর বাড়ি তালতলার নদীর ওপার বিভাগদী য়াবার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে যশোর থেকে আশা দ্রুতগামী বাসের চাকায় পিষ্টে দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মুত্যু ঘটে।