134 বার পঠিত
সুন্দরগঞ্জ প্রতিনিধি> ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচি মোতাবেক সাংবাদিকগণের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা মতবিনিময় করেছেন।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার মৎস্য অফিসারের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের শুরুতেই উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু ২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সমূহ উপস্থাপন করেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, ঈমান আলী মামুন, জাহিদুল ইসলাম জাহিদ, আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
মৎস্য অফিসার জানান, প্রধানমন্ত্রী বলেছেন বিল, ঝিল, হাওড়, বাওড়, নদী নালা, পুকুর ডোবায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। কারণ মাছের চেয়ে এতো বেশি নিরাপদ আমিষ আর কোথাও নাই। এ সময় উপজেলার সকল কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন