135 বার পঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামিলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতা বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপনে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামিলীগ, বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের সমন্বয় ও সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলনের নেতৃত্বে এ বিশাল আনন্দ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মোরেলগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাল্যদান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।
উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন ও সাধারন সম্পাদক এম এমদাদুল হক বক্তব্য রাখেন।