125 বার পঠিত
গবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরে মেয়েদের সাইক্লিং প্রতিযোগীতায় প্রথম হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের স্নিগ্ধা আক্তার।
শুক্রবার (৯ই সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিলে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বর্ণপদক পান স্নিগ্ধা আক্তার। বিজয়ীর হাতে স্বর্ণপদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
১২৫ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাছাইকৃত হয়ে চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহন করে। স্নিগ্ধা আক্তার ৭ কিমি অতিক্রম করে ১৭ মিনিট ২৫ সেকেন্ডে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ০.৪ সেকেন্ড কম সময় নিয়েছেন তিনি।
আসরে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে রৌপ্য পদক পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং ব্রোঞ্জ পদক পেয়েছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষর্থী।
নারী সাইক্লিং এর স্বর্ণপদক জয়ী স্নিগ্ধা আকতার বলেন, “আমি সাইক্লিং এর বিষয়ে একজন নারী হিসেবে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে কঠোর পরিশ্রম করেছি। আজ তার ফল পেয়েছি। গণ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক এবং সহপাঠীবৃন্দ আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন আজকের এ স্বর্ণপদক অর্জনে।তাদের উৎসাহ এবং সকল ক্ষেত্রে সহোযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা আমার বিদ্যাপীঠের প্রতি।”
পুরুষ্কার বিজয়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব মেজবাহ উদ্দিন, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহম্মেদ।