119 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৩কেজি গাজা ও ২০পিচ ফেনসিডিলসহ মন্টু মিয়া (৪২) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
শুক্রবার রাত ৮টায় উপজেলার মাগুড়া বসুনিয়া পাড়া গ্রামের নিজবাড়িতে অভিযান চালিয়ে মালামালসহ তাকে আটক করা হয়।আটক মন্টু মিয়া ওই গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। শনিবার সকালে মাদক মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩কেজি গাজা ও ২০পিচ ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুর রহিম বাদি হয়ে থানায় একটি মামলা করেন।
মামলা নং ০৯.এব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।