262 বার পঠিত
চাঁদপুর (মতলব) প্রতিনিধি> মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার ব্যবসায়ীদের বর্তমান বনিক সমিতির কমিটির বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সন্দ্ধ্যায় মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের এক সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাবসায়ী অলিউল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও ব্যবসায়ী মোঃ মামুনুর রশীদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী, গোলাম মোস্তফা, মাওলানা হেলাল উদ্দিন, আবু হানিফ ও মিটিং প্রস্তুতি কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সুজাতপুর বাজারে বনিক সমিতি নামে যে কমিটি আছে তা অবৈধ। সরকারি কোন রেজিষ্ট্রেশন নেই। নেই কোন গঠনতন্ত্র। কিসের ক্ষমতা বলে, কোন আইনে, তারা তাদের মনমতো কার্যক্রম পরিচালনা করে আসছে তা আমাদের বোধগম্য নয়।
তারা আরো বলেন, আমাদের সাথে পরামর্শ না করে হটাৎ করে যেকোন সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমাদের প্রয়োজন মনে করেনা।বাজারে বিভিন্ন বিষয়ের উপর চাঁদা আদায় করা হয়, বাজারে নাইট গার্ড রাখা হয়েছে তাদের বেতন কি ভাবে কখন দেয়, সেটা আমরা জানিনা, বাজারে চুরি হয়, আগুন লাগে, ব্যবসায়ীরা অনেক ক্ষতি গ্রস্ত হয়,এ ব্যাপারে আমাদের নিয়ে কোন মিটিং ও সভা সমাবেশ করেন না।
আমরা ব্যবসায়ী বৃন্দ কোন বিরোধ চাই না, আমরা চাই ঐক্য। আমরা চাই প্রতোক ব্যবসায়ী নিরাপদে ব্যবসা বানিজ্য করুক। আমাের দাবী হলো বর্তমান যারা কমিটিতে আছে তারা সসম্মানে বাজার ব্যবসায়ীদের ডেকে পেছনের হিসাব,নিকাশ দিয়ে একটি নিরপেক্ষ আহবায়ক কমিটি গঠন করে ক্ষমতা স্ব-ইচ্ছায় ছেড়ে দিক। ঐ আহবায়ক কমিটি বাজার ব্যবসায়ীদের স্বার্থে একটি নতুন কমিটি গঠন করে দিবে। সেই নতুন কমিটির নাম হবে সুজাতপুর বাজার ব্যবসায়ী কল্যান সমিতি। আর তা না হলে আমরা নতুন করে কমিটির ঘোষনা দিবো।
এবিষয়ে সুজাতপুর বাজার বনিক সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন বেপারি বলেন, এটা এমন কিছুনা।