106 বার পঠিত
পাবনা প্রতিনিধি> সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডারদের সাথে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) কে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
এ সময়ে পুলিশ সুপার বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে আপনারা যেভাবে ছিনিয়ে এনেছেন মাতৃভূমির স্বাধীনতা ঠিক তেমনিভাবে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সামাজিক অপরাধ, বাল্যবিবাহ, মাদক, জুয়া প্রতিরোধে সহযোগিতা করবেন বলে আশা করি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-আলম সিদ্দিকী, সাবেক জেলা কমান্ডার গাজী ছোরহাব আলী সরাকার, সফিকুল ইসলাম সফি, সাবেক উপজেলা কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী, ফজলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসাহাক আলী।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে সমাবেশ করার আশাবাদ ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।