1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বাংলাদেশ-মিয়ানমার সিমান্তে উত্তেজনা,সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম আমরা বাংলাদেশ সীমান্তে আর কোন লাশ দেখতে চাই না :সারজিস আলম  কিশোরগঞ্জে তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত   দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা বাবর জাঁকজমকপূর্ণ আয়োজনে মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ পটুয়াখালী জেলা প্রশাসক কর্তৃক প্রাপ্ত শীত বস্ত্র বিতরণ কিশোরগঞ্জে প্রকৃতিকে রক্ষা  ও  ইংলিশ দক্ষতা  বিষয়ক তিন দিনের মৌলিক প্রশিক্ষণ  অনুষ্ঠিত   নৃন্যতম ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন: সংস্কার কমিশন রাজনীতি মুক্ত পুলিশ গড়ার কাজ চলছে- আইজিপি রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন

বাংলাদেশ-মিয়ানমার সিমান্তে উত্তেজনা,সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

নিউজ ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

 195 বার পঠিত

গত কয়েক দিন মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘ্যাতের ফলে দেশটি থেকে কেউ যেন সীমানা পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে মাসখানেক ধরে কিছু ঘটনার খবর মিলছে। বিশেষ করে গত ২০ ও ২৮ আগস্ট দুটো সুনির্দিষ্ট ঘটনা ঘটেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ কোনো সংঘাতের কারণে সেখানকার দুটি মর্টারশেল বা শেলের অংশবিশেষ বাংলাদেশের সীমানায় পড়েছিল। তার পরপরই ২১ ও ২৯ আগস্ট ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদপত্র দিয়েছি, আমাদের উদ্বেগের কথা বিস্তারিতভাবে জানিয়েছি।

আরো নিউজঃনরেন্দ্র মোদীর আমন্ত্রণে ৫ তারিখ নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব যেন বাংলাদেশের সীমান্তে না পড়ে সে বিষয়ে আমরা সতর্ক আছি। অনেকে আশঙ্কা করছেন, এ সংঘাতের জেরে আগের মতো রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসেন কি না।

আমরা এ বিষয়টাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ ২০১৬-১৭ সালে রোহিঙ্গাদের স্রোত আমরা ঠেকাতে পারিনি। আসলে আমরা ঠেকাতে চাইনি, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী তাদের (রোহিঙ্গা) জায়গা দিয়েছেন।

এবার কিছু তথ্য আছে, সেজন্য আমাদের সংস্থাগুলো ভালোভাবে প্রস্তুত আছে, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে, যেন মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে না পারেন।’

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, তারা বলেছেন— বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন হয়নি এবংতারা এসব বিষয় রাজধানী নেপিদোকে জানাবেন।

শাহরিয়ার আলমের বক্তব্য, আমরা কোনো উসকানিতে পা দিতে চাই না। কারণ এ ধরনের বিষয়ের দিকে নিয়ে যেতে পারলে তাদের কৌশলগত কোনো ফায়দা হতে পারে। রোহিঙ্গাদের নিয়ে আমরা যে সমস্যায় আছি, তার দায় আমাদের দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে।

এসব ক্ষেত্রে আমরা সতর্ক। এমন হয়েছে, মিয়ানমারে সংঘাতে লিপ্ত বিদ্রোহীগোষ্ঠীকে সমর্থন করে যারা, তাদের দু-একজন সীমানা পেরিয়ে এদেশে এসেছেন, তাদের গ্রেপ্তার করে আমরা আবার মিয়ানমারের কাছে হস্তান্তর করেছি। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সত্যিকারের উদ্দেশ্যটা জানে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park