138 বার পঠিত
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নবনির্বাচিত ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান , ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার আগে নবনির্বাচিত জন প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন , বালিয়াডাঙ্গী উপজেলা ৮টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ১ নং পাড়িয়া ইউনিয়নের মোঃ ফজলে রাব্বী রুবেল, ২নং চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, ৩নং ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন মিয়া, ৫নং দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ৬ নং ভানোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ৭নং আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকালু ডঙ্গা ও ৮নং বড় বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী।
শপথ গ্রহণের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।এছাড়াও তিনি চেয়ারম্যানদের করনীয় বিভিন্ন বিষয়ে অবগত করেন ।