1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বালিয়াডাঙ্গীতে ৫ম শ্রেণীর ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ - দৈনিক দেশেরকথা
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মেট্রোরেলে ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তাণ্ডব আমার বিশ্বাস তারা ন্যায়বিচার পাবে, হতাশ হতে হবে না,জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি: ডিবিপ্রধান চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের আয়োজনে পবিত্র  আশুরা পালিত পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছারছীনার পীর সাহেব হুজুর আর নেই দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নলডাঙ্গায় ১১ অসহায় পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরন

বালিয়াডাঙ্গীতে ৫ম শ্রেণীর ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ সোমবার, ১৫ আগস্ট, ২০২২

 102 বার পঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গান্ডিকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া বিসনু দেব নামের এক ছাত্রের চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা।

সে উপজেলার ভানোর ইউনিয়নের গান্ডিকারী দেবপাড়া গ্রামের বিনোদ দেব এর ছেলে।
বিনোদ দেব তার ছেলেকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিচার দিতে এসে সাংবাদিকদের কাছে চুল কেটে দেওয়ার অভিযোগ করেন।

ছাত্র বিসনু দেব বলেন, আমি অংক করছিলাম স্যার আমাদের বলে আসো তোমাদের অংক বুঝায় দিচ্ছি। অংক বুঝাই দিতে দিতে স্যার আমাকে বলে তোমার চুলগুলো অনেক বড় হয়েগেছে কাটোনি কেন, আমি বলি স্যার বাবার কাছে টাকা নিয়ে কাল কেটে আসবো। স্যার আমার কথা না শুনে আমাদের ক্লাসের অন্য ছাত্রদের কাচি নিয়ে আসতে বলে।  কাচি নিয়ে আসলে স্যার এভাবে আমার চুল কেটে দেয়। বাকি বন্ধু-বান্ধবীরা আমাক দেখে খুব হাসাহাসি করে। তাই আমি ইউএনও স্যারের কাছে বিচার দিতে এসেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

বিনোদ দেব জানান, তার ছেলে বিসনুর চুল কেটে দিয়ে উল্লাস করেন প্রধান শিক্ষক মসলিমউদ্দীন। এতে আমার ছেলে আতংকিত হয়ে পরেছে। ভয়ে সারারাত ছেলের গায়ে জ্বর। আমি এটির বিচার চাই।
এ ব্যপারে প্রধান শিক্ষক মসলিম উদ্দীনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেস্টা করা হলে,  মোবাইল বন্ধের কারণে কথা বলা সম্ভব হয়নি।

বালিয়াডাঙ্গী  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আজমল আজাদ রয়েল বলেন, বিষয়টি আমি শুনেছি,শিক্ষার্থীর চুল কেটে দেওয়া ঠিক হয় নি। অভিভাবক লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park