1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাংলাদেশ দলের জন্য সমর্থন চাইলেন তামিম ইকবাল - দৈনিক দেশেরকথা
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেট্রোরেলে ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তাণ্ডব আমার বিশ্বাস তারা ন্যায়বিচার পাবে, হতাশ হতে হবে না,জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি: ডিবিপ্রধান চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের আয়োজনে পবিত্র  আশুরা পালিত পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছারছীনার পীর সাহেব হুজুর আর নেই দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নলডাঙ্গায় ১১ অসহায় পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরন

বাংলাদেশ দলের জন্য সমর্থন চাইলেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

 322 বার পঠিত

অভিষেকের পর থেকে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। ভারতের আগে আর কোনো আসরে টানা ৬ ম্যাচ হারের লজ্জায় ডোবেনি টাইগাররা। নানা নাটকীয়তায় বিশ্ব আসরের স্কোয়াডে না থাকলেও, বাজে সময় পার করা দলের জন্য সমর্থন ও ভালোবাসা চেয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বড় স্বপ্ন নিয়ে ভারতে পাড়ি দিয়েছিল বাংলাদেশ দল। ১৯৯৯ সালে অভিষেকের পর নিজেদের সপ্তম আসর। যেখানে সবচেয়ে পরিণত দলকেই দেখতে মুখিয়ে ছিল দেশের মানুষ। আফগানিস্তানের বিপক্ষে আসরটা শুরুও করেছিল দাপুটে জয়ে। কিন্তু এরপর পুরো জাতিকে হতাশ করেছে টাইগাররা। টানা ৬ ম্যাচ হেরে সবার আগে বিদায় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। সবচেয়ে বাজে হারটা ছিল বাছাইপর্ব উতরে আসা দল নেদারল্যান্ডসের বিপক্ষে। অথচ বাংলাদেশ দল আসরে পা রেখেছিল ওয়ানডে সুপার লিগের তিনে থেকে।

টাইগারদের এমন পারফরম্যান্সে ক্রিকেটপ্রিয় আবেগী সমর্থকরা কতটা মর্মাহত, সেটা উপলব্ধি করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে এতই আবেগী যে, যখন ভালো হয় না, তখন মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। যখন ভালো হয়, মনে হয় আমরা সব জয় করে নিয়েছি। আমি জানি, এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি।’

ফিটনেস জটিলতা, ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্ব, নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের। কিন্তু সেটা নিয়ে আক্ষেপ নেই তার। বরং বাজে সময় পার করা দলের জন্য সমর্থন ও ভালোবাসা চেয়েছেন তিনি। খেলতে যাওয়া ১৫ জন ক্রিকেটারের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘এখন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সবাই। যতটুকু সম্ভব দেশকে সমর্থন করা উচিত। হতাশা কেউ কোনো না কোনো জায়গায় তো বের করে নেয়। একটু চিন্তা করেন, ১৫ জন ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার ও তাদের ওপর কীভাবে প্রভাবটা পড়ছে। দিনশেষে ওরা সবাই মানুষ। আমি খেলি বা না খেলি এটা কোনো বিষয় না। বাংলাদেশ খেলছে। আমাদের সমর্থন প্রয়োজন। দেশকে আমাদের ভালোবাসা প্রকাশ করা প্রয়োজন।’

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park