59 বার পঠিত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার ৩১ই অক্টোবর দুপুর ১২টায় উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ৷
ভানোর ইউনিয়ন আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বর্তমান ভানোর ইউনিয়নের চেয়ারম্যান ও আ’লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহাব সরকার, সদস্য এ কে এম দবিরুল ইসলাম ডালিম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির বিপক্ষে আন্দোলন করায় জেলা আ’লীগ দেলোয়ার হোসেন ও রফিকুল ইসলামের নাম কেন্দ্রের পাঠায়নি ৷ তাই যারা দলীয় সিদ্ধান্তের বিপক্ষে থাকবেন তারা কখনো নৌকা পাবেন না ৷ আপনারা সবাই প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করে এলাকার উন্নয়নে সহযোগিতা করবেন ৷
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী সবকিছু পর্যালোচনা করেই যোগ্য প্রার্থীকে নৌকা দিয়েছেন তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নৌকাকে জয় যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো ৷ এই ইউনিয়নে যে বিদ্রোহী প্রার্থী হয়েছে আমরা তার সাথে বসে সমঝোতা করার চেষ্টা করবো ৷ আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ৷
এ সময় জেলা,উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷