বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে বরিশাল নদী বন্দরে মারধরের ঘটনায় তিন প্রহরীকে সাময়িকবহিষ্কার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷
আজ রবিবার (২৭ই মার্চ) বিআইডব্লিউটিএ এর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মুহাম্মদ আবু জাফর হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,” গত ২৫ মার্চ আনুমানিক রাত ৮ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে লঞ্চ টার্মিনালে প্রবেশ করা নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনায় জড়িত থাকার কারণে কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা -১৯৯০ এর ৪১ ( ১ ) প্রবিধান অনুসারে কর্তৃপক্ষের চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।”
বরখাস্তকৃতরা হলেন , মো.কামাল হোসেন, মো.জাকির হোসেন,মো.মিজানুর রহমান৷
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আরিফ জানান,আমাদের সাথে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে৷ অভিযুক্তদের শাস্তি প্রদান ও টিকিট ফ্রি এটা আমাদের দাবি ছিল৷ সেটা মেনে নেওয়া বন্দর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ৷
প্রসঙ্গত,গত ২৫শে মার্চ রাতে নদীবন্দরে প্রবেশ টিকিট কাটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ এবং তার বন্ধু রাকিবকে নদীবন্দরে কর্মরত শুল্ক প্রহরীরা মেরে তাদের মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নেয় কাউন্টারের স্টাফররা। এই ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নদীবন্দরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে দুই ঘন্টা আন্দোলন শেষে বিচারের আশ্বাসে নদী বন্দর ত্যাগ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।