212 বার পঠিত
মোরেলগঞ্জ প্রতিনিধি>সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ( মানব কল্যানে আমরা) এর পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য অর্থ সহয়তা ৫৫ হাজার ৫শত ৪০ টাকা হস্তান্তর করেন মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের কাছে, এ সময় উপস্থিত ছিলেন মানব কল্যানে আমরা সংগঠনের সভাপতি এইচ এম সাব্বির আহমেদ, এবং সাধারণ সম্পাদক এম মানজারুল হাসান বনি ।
এছাড়াও উপস্থিত ছিলেন, তারিকুল ইসলাম শাওন, মোঃ লিমন, এস কে শফিকুল ইসলাম,মোঃ এখলাস শেখ, মোঃ শেখ হৃদয়, মোঃ তানজিম ইসলাম বাবু, রকিব হাসান সিজান, মানজুরুল ইসলাম রিফাত,মোঃ রিজন হাওলাদার, সংগঠনের সকলেই ছাত্র, দুই-একজন চাকুরীজিবী, এরা মোরেলগঞ্জ পৌর বাজার ও আশেপাশে ইস্কুল,কলেজ,মাদ্রাসার সাধারণ ছাত্র-ছাত্রী ও পথচারী সাধারণ জনগণের কাছ থেকে সামান্য সহয়তা, এবং সংগঠনের সকলেই নিজের আর্থিক অবস্থা অনুযায়ী সিলেটের বানভাসি মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসেন।