1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বড়লেখায় জামায়াতে ইসলামীর শুকরানা সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত - দৈনিক দেশেরকথা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম জামালপুর সদর উপজেলা শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  রক্তশূন্যতা দূর করে ড্রাগন ফল পালানোর সময় যেভাবে রাডারের বাইরে রাখা হয় শেখ হাসিনার বিমান কোনো ষড়যন্ত্রে বিপ্লবের লক্ষ্য যেনো নষ্ট না হয় সেদিকে সকলকে সতর্ক থাকথে হবে: মির্জা ফখরুল গোপালগঞ্জে এস এম জিলানী সহ নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদ পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সংস্কার বাস্তবায়ন হলে স্বপ্নের দেশ বাস্তবায়ন হবে- ঠাকুরগাঁওয়ে -সারজিস আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ অর্থনৈতিক সংস্কারে দেশে বাড়বে মার্কিন বিনিয়োগ আসিফ-নাহিদের গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কার্যক্রম স্থগিত ঢাকায় এসে পৌঁছালেন ডোনাল্ড লু

বড়লেখায় জামায়াতে ইসলামীর শুকরানা সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

মাহিনুর ইসলাম মাহিন
  • প্রকাশ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

 39 বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র ও মুক্তিকামী জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে শুকরানা সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১ টায় পৌর শহরে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আব্দুল আলী ট্রেড সেন্টারের সেন্টারের সম্মূখে জড়ো হতে থাকেন। 

সমাবেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন নায়েবে আমীর ফয়সল আহমদ, শুরা সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন, আলহাজ্ব হেলাল উদ্দীন, কর্ম পরিষদ সদস্য আলিম উদ্দিন, মুজাহিদুল ইসলাম, আব্দুল বাছিত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ডা. কামাল উদ্দিন, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, বর্নি ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমান, দাসেরবাজার ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম, দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন সভাপতি আব্দুল কাইয়ুম তালিমপুর ইউনিয়ন সভাপতি মুহিবুর রহমান, সুজানগর ইউনিয়ন সভাপতি সরফ উদ্দিন, দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন সভাপতি লুতফুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ, প্রশিক্ষন সম্পাদক তুফাজ্জল হোসাইন, সদস্য আব্দুল ওয়াহিদ, ছাত্রশিবির বড়লেখা উপজেলা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, পশ্চিম সভাপতি কামরান হোসাইন, দক্ষিন শাখা সভাপতি আব্দুর রহমান এবাদ, উত্তর শাখা সভাপতি জাবেদ আহমদ প্রমুখ। 

সমাবেশে বক্তারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানান। এছাড়া কারো বাড়ি-ঘর , ব্যবসায়ী স্থাপনা ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংগঠনের সিদ্ধান্তে বাহিরে অতি উৎসাহিত কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

তারা আরও বলেন, এ বিজয় আমাদের প্রাথমিক বিজয় চূড়ান্ত বিজয় অর্জন করতে আমাদের আরও ধৈর্য্য ধারণ করতে হবে।

পরে জামায়াত-শিবির নেতাকর্মীদের বিশাল র‍্যালীটি পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park