144 বার পঠিত
পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শনিবার ২ জুলাই দুপুরে বজ্রপাতে রেজওয়ানুল ইসলাম শুকরু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার কোষা মন্ডলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রেজওয়ানুল ওই এলাকার মো. সহিদ আলী ওরফে জমিরউদ্দিনের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে ওই গ্রামের শুকরু ও তার ভাই মহরুল বাড়ির পাশের মাঠের জমিতে আমন ধান রোপন করছিলেন।
এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই শুকরু মারা যায় এবংতার ভাই মহরুল জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয়রা শুকরুকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং অন্যজনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।কোষারাণীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য শামীম বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।