বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ছাত্রলীগের নেতাকর্মীরা এদেশের ইতিহাসের সকল সংগ্রামের সাথে জড়িত। ১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতধরে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ছাত্রলীগ।
এখন এই বাংলাদেশ ছাত্রলীগ মমতাময়ী নেত্রী শেখ হাসিনার ছায়াতলে থেকে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যক্ষ ভাবে অংশ নিচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।
সরকারি শাহ সুলতান কলেজ অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, সহ সভাপতি ইমন শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি জি আর নাহিদ, উত্তম কুমার, অমিত পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ, মৃদুল সরকার, সাংগঠনিক সম্পাদক আমিনুল শুভ, ছাত্রনেতা রকি, রাসেল, শিপন সহ সকল বিভাগের ছাত্রলীগের নেতাকর্মীরা।