1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফাইনালে বরিশাল তামিম কি পারবে আক্ষেপ ঘুচাতে - দৈনিক দেশেরকথা
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেট্রোরেলে ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তাণ্ডব আমার বিশ্বাস তারা ন্যায়বিচার পাবে, হতাশ হতে হবে না,জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি: ডিবিপ্রধান চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের আয়োজনে পবিত্র  আশুরা পালিত পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছারছীনার পীর সাহেব হুজুর আর নেই দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নলডাঙ্গায় ১১ অসহায় পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরন

ফাইনালে বরিশাল তামিম কি পারবে আক্ষেপ ঘুচাতে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১ মার্চ, ২০২৪

 374 বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) দশম আসরের শিরোপার লড়াই আজ শুক্রবার (০১ মার্চ)। মুখোমুখি ফাইনাল ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians) এবং ফরচুন বরিশাল (fortune barishal)। এদিকে শিরোপার লড়াইয়ে এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছেন বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অবশ্য আগের দুবার ট্রফি স্পর্শ করা হয়নি এই অলরাউন্ডারের। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি। একই সঙ্গে বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন মিরাজ।
বিপিএলে ২০১৬ ও ২০১৯-২০ আসরে ফাইনাল খেলেছেন মিরাজ। দুটি ফাইনালেই তার দল হেরে যায়। প্রথমবার রাজশাহী কিংসের হয়ে ফাইনালে খেলেছিলেন তিনি। সেবার রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় তার দল। এরপর ২০১৯-২০ আসরে খুলনা টাইগার্সের হয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলেন মিরাজ। সেবারও রংপুরের কাছে হেরে শিরোপা জলাঞ্জলি দেয় তার দল। গতকাল সংবাদকর্মীদের সামনে অতীতের সেই আক্ষেপের কথাই বলছিলেন মিরাজ।

বিপিএলের ফাইনালকে সামনে রেখে বৃহস্পতিবার আহসান মঞ্জিলে আনুষ্ঠানিক ফটোসেশনে ফরচুন বরিশালের প্রতিনিধি হিসেবে হাজির হন মেহেদী হাসান মিরাজ। ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, ‘কখনও বিপিএলে ট্রফি জিতিনি। যদি ফাইনাল জিততে পারি তবে এবারই প্রথম চ্যাম্পিয়ন হব। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এটা নিয়ে তৃতীয়বার হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। সবাই চায় চ্যাম্পিয়ন হতে, কুমিল্লাও চায়। মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’

বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বর্তমান চ্যাম্পিয়নও। প্রথম প্লে-অফে তারা রংপুর রাইডার্সকে হারায় ৬ উইকেটে। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে বরিশাল। সেখানে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী হয়েছে তামিম ইকবালের দল। ফাইনালে নিজের প্রত্যাশা নিয়ে মিরাজের ভাষ্য, ‘ক্রিকেট খেলাটা এমন একটা খেলা, যেদিন যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমি মনে করি কুমিল্লা যেহেতু টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ভালো লাগার বিষয় হচ্ছে এর আগেই বরিশাল-কুমিল্লা খেলা হয়েছে, ওরা ১ রানে হেরেছে।’

ফাইনাল সহজ হবে না বলেই মনে করছেন মিরাজ, ‘আশা করি এবার আরও একটা ভালো ম্যাচ সবাই উপভোগ করবে। কুমিল্লা সব সময়ই বড় দল, তারা সব সময় ভালো দল বানায়। তাই প্রতিপক্ষ হিসেবে তারা সহজ হবে না। আমাদের অনেক চ্যালেঞ্জ থাকবে। আমাদের দলও অনেক শক্তিশালী, আমাদের দলেও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। বিদেশিরাও ভালো করছে। আমি মনে করছি, দারুণ একটা ম্যাচ হবে।’

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park