1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
প্রতারণার দায়ে ইবি শিক্ষার্থী গ্রেফতার - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন

প্রতারণার দায়ে ইবি শিক্ষার্থী গ্রেফতার

ইবি প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

 47 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে নাম ভাঙিয়ে, নিবন্ধনহীন ভুঁইফোর সংগঠন তৈরী, সাধারণ বেকার যুবকদেরকে চাকুরি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুরাদ খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনার পর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের  এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধনের ফলে পুলিশ মুরাদ খান ও তার সহযোগীদের গ্রেফতার করেছে। বিষয়টি বুধবার (০৮ নভেম্বর) নিশ্চিত করেছেন রংপুর জেলার মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান। 

এলাকাবাসী জানান, ‘মুরাদ খান তাঁর প্রতারণার জন্য ব্যবহার করে অভিনব এক কৌশল। সে নিজেকে দাবি করে মানবাধিকার কর্মী, সমাজ সেবক, ওয়াল্ড চাইল্ড ইয়ুথ ফোরামের পরিচালক, নিজের নামে তৈরী নিবন্ধনহীন মুরাদ খান নিউজ ৭১ ডট কম( MKNews71.com) এর কর্নধার।  এসব পরিচয় ব্যবহার করে নানা কৌশলে সে যুব উন্নয়নে চাকুরি দেওয়ার নামে এবং  ওয়াল্ড চাইল্ড ইয়ুথ ফোরাম সংঠনের নামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও চ্যারিটি থেকে পথ শিশুদের সহযোগিতা ও সামাজিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর নাম করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। এসব শিল্প প্রতিষ্ঠানের কাছে পৌছানের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী শিক্ষকদের উপদেষ্টা হিসেবে পরিচয় দিতেন এবং তাদের পরিচয় ব্যবহার করে সংগঠনকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করতেন এবং এভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। সে লোক দেখানোর নামে অনেক সময় দু-একজনকে সহযোগিতা করে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে মানুষকে ধোঁকা দেয় এবং বাকী মোটা অর্থ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়।’

সূত্রটি জানায়, ‘এলাকায় ক্রাইম নিউজের নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেকায়দায় ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। গ্রামবাসী মুরাদ খান ও তাঁর সহযোগিদের এসব কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এসব প্রতারণার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। একইসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসব প্রতারণার বিচার চেয়ে স্মারক লিপি দিয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে পুলিশ মুরাদ খান ও তাঁর সহযোগিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। ‘

এ বিষয়ে রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘মুরাদ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে থানায় তার নামে মামলা রেকর্ড করা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park