বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ইউনিয়ন পরিষদ,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় এম.পি এ্যাড. আমিরুল
আলম মিলনকে গণসংবর্ধনা।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক শেখ এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, বাগেরহাট জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদ সাধারণ ও সংরক্ষিত সদস্যবৃন্দ। সংবর্ধনা শেষে খুলনা ও যশোরের আমন্ত্রিত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।