120 বার পঠিত
পিরোজপুর প্রতিনিধি> পিরোজপুরের কাউখালীতে যাত্রীবাহী বাস চাপায় ৩ নারী যাত্রী গুরুতর আহতর মধ্যে মিনারা বেগম নামের ১ নারীর গতকাল মঙ্গলবার মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থা আশঙ্কা জনক অবস্থায় তারা এখনও চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর স্বরূপকাঠী থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি কাউখালী আশ্রম গেটে আসলে অপর দিক থেকে আসা অটোরিক্সাকে চাপাদিলে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় তিন নারী যাত্রী আহত হয়েছিলেন।
আহত ৩ নারীর মধ্যে মিনারা বেগম কাউখালীর কেউন্দিয়া গ্রামের আঃ ছালামের স্ত্রী। সে গত মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে মিনারা বেগমের মেয়ে হাবিবা আক্তার বাদী হয়ে বাসের ড্রাইভার সুলতান আকন সহ ৩ জনার নামে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ড্রাইভার সুলতান আকন’কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।