147 বার পঠিত
পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালন করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার পন্ডিত কামিনী কুমার পাঠাগারের উদ্দ্যোগে পাঠাগারে অফিসে এ অনুষ্ঠান পালন করা হয়।
এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন বনানী হালদার, পদ্মা রানী দত্ত। এসময় বক্তব্য রাখেন পন্ডিত কামিনী কুমার পাঠাগারের সভাপতি শ্রী শঙ্কর কুমার হালদার, সাধারন সম্পাদক আশুতোশ মিস্ত্রী হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র হালদার, প্রভাষক আশুতোশ কুমার এদবর, অধ্যক্ষ (অবঃ) রতন কুমার ঘোষ, বিমল চন্দ্র মালাকার, শ্যামল চন্দ্র হালদার, রিতা রানী হালদার, অনিমা কর্মকার, প্রভাষক বদরুন্নাহার।