115 বার পঠিত
পাবনা প্রতিনিধি: পাবনায় বিদেশী শর্টগানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা দিয়ারপাড়া গ্রামের মামুন হোসেন ও সাহাবুদ্দিন।
সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভাঁড়ারা ইউনিয়নের দিয়ারপাড়া ও ভাউডাঙ্গা নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশী তৈরী পাইপগান এবং একটি বিদেশী শর্টগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।