161 বার পঠিত
পাবনা:পাবনার আটঘরিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের ১৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুন) আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।
কাউন্সিলর, সাংবাদিক ও পৌর কর্মকর্তাদের নিয়ে ১৯ কোটি ১লাখ ৮৭ হাজার ৭শ ৪৭ টাকা বাজেট ঘোষণা করেন।পাবনার আটঘরিয়া পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী জীবন কুমার রায়, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী নাজমুল হুসাইনসহ সাংবাদিক, কাউন্সিলর, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ১৯ কোটি ১লাখ ৮৭ হাজর ৭শ ৪৭ টাকার প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা করা হয়।