রাজবাড়ীর পাংশা পৌর এলাকার কুড়াপাড়া রেলক্রসিং নামক স্থানে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে মনিরুল ইসলাম (৩৫) নামের এক শ্রবন ও বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
নিহত মনিরুল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল মতিন খানের ছেলে।৬ এপ্রিল সকাল ১০ টাই এ-ই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যান নিয়ে রেলক্রসিংয়ের দিকে যাওয়ার সময় লোকজন তাকে পেছন থেকে ডাকাডাকি করলেও শুনতে পাননি। পরে রেল লাইনে উঠে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ট্রেনের ধাক্কায় তার ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।