137 বার পঠিত
আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু।সেই স্বপ্নের পদ্মা সেতু আজ ২৫ জুন সকাল ১০ টায় উদ্ভোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের জন্য এই দিনটি দেশবাসীর কাছে স্বরনীয় হয়ে থাকবে।তারই ধারাবাহিকতায় এই দিনটি কে স্বরনীয় করে রাখতে একটি ব্যতিক্রমী আয়োজন করেছে সদরপুর উপজেলার কৃষ্ণপুরের চাইল্ড ড্রীম কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ। কিন্ডারগার্টেনের ছাত্র ছাত্রীদের মধ্যে আয়োজন করা হয়েছে।
পদ্মা সেতুর চিত্রাঙ্কন। কিন্ডারগার্টেন এর অধ্যাক্ষ মোঃ আলোমগীর হোসেন জানান শিশুদেরকে স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে বিশেষ ধারনা হওয়ার লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো জানান চিত্রাঙ্কনে বিজয়িদের মধ্যে পুরোস্কার বিতরণ করা ছারাও কোমলমতি শিশুদের মাঝে পদ্মা সেতু সম্পর্কে আগ্রহ বারাতে চিত্রাংকনে অংশগ্রহন করা সকল শিশুদের দেওয়া হবে বিশেষ পুরস্কার।।