112 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরস্থ করিমশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাঝিয়া সুলতানার বিরুদ্ধে প্রতি বছরের ন্যায় এবারো শিক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে ভর্তি ফি ও টিসি বাবদ ২০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানিয় এলাকাবাসি ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (২১-০৩-২৪) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবক সালমা আক্তার জানান, প্রতি বছরই বাচ্চাদের কাছ থেকে শিক্ষকরা বিভিন্ন কারন দেখিয়ে টাকা তুলেন।
প্রধান শিক্ষক রাজিয়া সুলতানার সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকদের অনুরোধে সকল শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করেছেন।
বিদ্যালয়টির সভাপতি শাকিল রেজা জানান, অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।