300 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে ৫ম শেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে জোনাব আলী নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওই যুবক গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।
মেয়েটির বড়বোন জানায়, গরমের কারণে শুক্রবার বিকালে তার ছোট্ট বোন বাড়ির পাশে গাছের নিচে বসে ছিল। এসময় ওঁত পেতে থাকা জোনাব আলী তার মুখ চেপে ধরে আনারুলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
মেয়েটির আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে গেলে টিনের বেড়া ভেঙ্গে অভিযুক্ত জোনাব আলী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই স্কুলছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেয়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় ১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।