248 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ফয়জুর রহমান বাদল এমপি দেশ ও জাতির ইতিহাস জানতে ও চর্চা করতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি লাইব্রেরি নির্মাণের আহবান জানান।
তিনি ইতিহাস চর্চার গুরুত্ব-উপকারিতা ও নানা দিক নিয়ে আলোচনা করেন। যাতে ভবিষ্যৎ প্রজন্মের পাশাপাশি বর্তমান সময়ের নেতাকর্মীরাও বাঙলাদেশের সৃষ্টির পিছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশের রাজনৈতিক, সামাজিক ও সার্বিক বিষয়ে জানতে পারেন। তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমানের জীবনীসহ আওয়ামী লীগ ও দেশের অন্যান্য ইতিহাস সমৃদ্ধ বই লাইব্রেরিতে অন্তর্ভুক্তি ও পাঠের জন্য আলোচনায় উল্লেখ করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা এনামুল হক সরকার লাইব্রেরির জন্য কাঠের তৈরি রেক প্রদান করবেন বলে সকলের সম্মুখে জানান।
উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান। আলোচনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।