152 বার পঠিত
দুর্নীতি দমন কমিশন তাদের শূন্য পদসমূহের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। দুর্নীতি দমন কমিশন তিনটি পদে মোট ১৬৪ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া হলো
পদের নাম>কোর্ট পরিদর্শক
পদ সংখ্যা> ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা> স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
পদের নাম> গাড়িচালক
পদ সংখ্যা>২৬ টি।
শিক্ষাগত যোগ্যতা> এসএসসি পাশ।
বেতন স্কেল> ৯,৩০০–২২,৪৯০ টাকা।
পদের নাম> কনস্টেবল
পদ সংখ্যা> ১২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল> ৯,০০০–২১,৮০০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://acc.teletalk.com.bdওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
আবেদন শুরুর সময়> ০১ জুন ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়> ১৫ জুন ২০২২ সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।