1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯ ডিসেম্বরের এইচএসসি পরীক্ষায় ১৩ ডিসেম্বরের প্রশ্ন বিতরণ - দৈনিক দেশেরকথা
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কিশোরগঞ্জে নববধূর স্পর্শকাতর স্থানে মলম লাগায় স্বাস্থ্যকর্মী আটক ঈদে ট্রেন যাত্রা শুরু আজ শেখ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন শেখ মুজিব দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভুল তথ্য’ শুধু তথ্য বিকৃতই করে না, বরং সামাজিক উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে: রিজওয়ানা হাসান সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ১৩ জন সেবার বিনিময় কোন ’উপহার’ নিতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা

ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯ ডিসেম্বরের এইচএসসি পরীক্ষায় ১৩ ডিসেম্বরের প্রশ্ন বিতরণ

ইমরান হাসান
  • প্রকাশ শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

 494 বার পঠিত

ত্রিশাল প্রতিনিধি>২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি অনুযায়ী গতকাল বিকালে হওয়ার কথা ছিল ২৯২ বিষয় কোর্ড ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথমপত্রের পরীক্ষা। নির্ধারিত সময়ে ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হলেও শেষ হয় অনির্ধারিত সময়ে। এর কারণ, পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল ১৩ ডিসেম্বরের প্রশ্নপত্র।

শিক্ষকদের নজরে পড়ার পর ওই প্রশ্নপত্র উঠিয়ে নিতে এবং নির্ধারিত প্রশ্নপত্র বিতরণ করতে গিয়ে অন্তত আধা ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনা শোনার পর
তাৎক্ষণিক কেন্দ্র পরিদর্শনে আসে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামালের
নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পরে ভারপ্রাপ্ত কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ ভেন্যুতে
অনুষ্ঠিত হয় এইচএসসি কমার্সের ২৮৬ কোডে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এবং
২৯২ কোডে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথমপত্রের পরীক্ষা। যথাসময়ে পরীক্ষা শুরু হয়। প্রথম
১৫ মিনিটে এমসিকিউ পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের দেওয়া হয় এমকিউ পরীক্ষার প্রশ্ন।

প্রশ্নবিতরণের প্রায় ১৫ মিনিট পর দায়িত্বরত শিক্ষকদের নজরে পড়ে ২৯২ কোডের পরিবর্তে আগামী
১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৯৩ কোডের প্রশ্নে। তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নগুলো শিক্ষার্থীদের
কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় নজরুল ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে একটি প্রশ্নপত্র
স্ক্যান করে ৫০টি প্রশ্ন এনে পরীক্ষা সম্পন্ন করা হয়।

১৩ ডিসেম্বরের প্রশ্ন বিতরণ ও পরে প্রশ্ন উঠিয়ে নিয়ে আবার নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণে
বিলম্ব হওয়ায় নির্ধারিত সাড়ে তিনটার পরিবর্তে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা
ও ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল একেএম শফিকুল ফেরদৌস বিকাল চারটা
পর্যন্ত পরীক্ষা গ্রহণ করেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ লক্ষ করা গেছে।

সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামালের নেতৃত্বে উচ্চ
পর্যায়ের একটি প্রতিনিধি দল কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা
আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জিল্লুর
রহমান আনম প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল জানান, বিষয়টি শুনে সরেজমিনে এসেছি।
সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নতুন একজনকে
দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বরের পরীক্ষা যথাযথ নিয়মে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার
সেট পরিবর্তন করা হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park