256 বার পঠিত
ত্রিশালে প্রতিনিধি> ময়মনসিংহের ত্রিশালে শুকতারা বিদ্যানিকেতনের ৪ তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বাংলাদেশ -সৌদি সংসদীয় মৈত্রী কমিটির সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। আজ ( ৮জানুয়ারী) দুপুর ১২ঘটিকা সময় শুকতারা বিদ্যানিকেতনের হলরুমে বিদ্যালয়ের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ -সৌদি সংসদীয় মৈত্রী কমিটির সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রতিটি এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানই আধুনিক ৪তলা বিশিষ্ট। প্রতিটি এমটিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শেখ রাসেল কম্পিউটার ল্যাব রয়েছে। এই সবকিছু শেখ হাসিনার সরকারে অবদান। তারই ধারাবাহিকতায় শুকতারা বিদ্যানিকেতনে ৪তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হলো।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ত্রিশাল উপজেলা শাখার যুগ্ন আহবায়ক এ কে এম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, ৫নং রামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ মোঃ আপেল মাহমুদ, ত্রিশাল পৌরসভার ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা কমিশনার বিউটি আক্তার রাণু, শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন আকন্দ প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(ইইডি) বাস্তবায়নে শুকতারা বিদ্যানিকেতন, ত্রিশাল, এর ৪ তলা ভিত বিশিষ্ট ১-তলা নতুন একাডেমিক ভবন নির্মানে ৮৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান
ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ মেফতাফুল ইসলাম।