103 বার পঠিত
ইমরান হাসান,ত্রিশাল প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে
সকাল ১০টায় ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল
দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল
মতিন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান, সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর আনাম প্রমুখ।
পরে উপজেলা পরিষদের আয়োজনে প্রয়াত রাশেদুল ইসলাম হলরুমে আলোচনা সভা ও
চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো:আক্তারুজ্জানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। আরোও বক্তব্য
রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানা
অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এএন
এম শোভা মিয়া আকন্দ, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন প্রমূখ।