86 বার পঠিত
শিক্ষা ভ্রাতৃত্ব ঐক্য—এই স্লোগানকে সামনে রেখে আগামী এক বছরের জন্য ঢাকাস্থ রায়পুর ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী ৫৪ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন IUBAT ইউনিভার্সিটির সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাইকোলজি বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত।
আজ বৃহস্পতিবার সদ্য সাবেক সভাপতি কাজী সালমান ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী স্বাক্ষরিত সুপারিশ করেন এ কমিটি অনুমোদন করেন উপদেষ্টা কামরুল ইসলাম, উপদেষ্টা তারেক হোসেন, উপদেষ্টা জালাল আহমেদ রুমি,উপদেষ্টা হাসান আল মেহেদী, উপদেষ্টা নাসির উদ্দিন নাসির।
কল্যাণ সমিতির নতুন সভাপতি নাজমুল হাসান, রায়পুর থেকে প্রতিবছর অসংখ্য ছাত্র-ছাত্রী ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে আসে। আমাদের কমিটি তাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে, তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করতে এবং তাদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে।
সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ঢাকায় পড়তে আসা রায়পুরের শিক্ষার্থীদের কাছে ‘ঢাকাস্থ রায়পুর ছাত্রকল্যাণ সমিতি’ একটি আস্থার ঠিকানা। এরকম একটি সংগঠনের নেতৃত্বে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। তাদের শিক্ষাসংশ্লিষ্ট সকল সমস্যার সমাধানে সহযোগী হতে চাই। এর বাইরেও রায়পুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করতে চাই।