1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ডাসারে জীবনের ঝুকি নিয়ে কাঠের সেতু পারাপার! ভোগান্তিতে শিক্ষার্থী সহ কয়েক গ্রামের মানুষ - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করার আহ্বান উপদেষ্টা নাহিদের ছাত্র আন্দোলনে নিহতদেরকে নিয়ে সারাদেশে মামলা ব্যবসা শুরু হয়েছে: সমন্বয়ক সারজিস আলম কিশোরগঞ্জে আগাম আমন ধান কাটার ধুম সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে: তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পটুয়াখালী শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ মার্কিন ডলারের মান এক বছরের মধ্যে সর্বনিম্ন আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কারাম উৎসবে মেতেছে ওরাঁও সম্প্রদায় সংখ্যালঘুরা আমাদের আমানত: মির্জা ফখরুল

ডাসারে জীবনের ঝুকি নিয়ে কাঠের সেতু পারাপার! ভোগান্তিতে শিক্ষার্থী সহ কয়েক গ্রামের মানুষ

মোঃ আতিকুর রহমান আজাদ
  • প্রকাশ বুধবার, ২০ মার্চ, ২০২৪

 95 বার পঠিত

মাদারীপুর জেলার ডাসার উপজেলার একটি কাঠের সেতুর বেহাল দশার কারণে চরম ভোগান্তি ও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ।

বুধবার সরজমিনে দেখা যায় ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমহনী এলাকায় উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় দুইযুগ আগে নির্মিত সেতুটির লোহার খুটি হেলে পড়ার উপক্রম। সেতুটির উপর অংশের পাটাতনের কিছু কাঠ পঁচে ধসে পরেছে। সেতুটির উপরের নেই কোন রেলিং।
যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় সেতুটি দিয়ে এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের।

এছাড়া জীবিকার তাগিদে প্রতিদিন মটর চালিত ভ্যান, অটোরিকশা, মটরবাইক ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। জনসাধারণের চলাচলের একটি মাধ্যম সেতুটি এখন জনদূর্ভোগে রুপ নিয়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবী জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের শশিকরের চৌমুহনী কাঠের সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। সেতুটি অনেকটাই হেলে পড়েছে। উপরের পাটাতনের কাঠ পচেঁ ধসে পড়েছে। ভয় কখন কি যে হয়, যেকোন সময় সেতুটি ভেঙে যেতে পারে। যাতায়াতের জন্য প্রতিদিন কাঠের সেতু দিয়ে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবী জানাই।

নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার জানান সেতুটি অনেক পুড়োনো। উপজেলা পরিষদের অর্থায়নে সেতুট নির্মাণ করা হয়েছিল।বর্তমানে সেতুর লোহার পিলার খালের মধ্যে নুয়ে পড়ছে। উপরের পাটাতনের কাঠও ঠিক মত নেই। কয়েক গ্রামের স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে প্রতিদিন। এখানে একটি মজবুধ সেতু দরকার,কারন পাশেই রয়েছে অবদার বড় খাল। বর্ষার মৌসুমে প্রচুর পানির ¯্রােত হয় খালটিতে। আমি সংশিষ্ট দপ্তরে বিষয়টি উল্লেখ করছি।

এবিষয়ে উপজেলা এলইজিডির প্রকৌশলী রেজাউল করিম বলেন, ইতোমধ্যে সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সেতুটির প্রকল্প বাস্তবায়ন হবে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কানিজ আফরোজ জানান, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ, ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park