126 বার পঠিত
রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি > ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারী আজ দায়িত্বভার গ্রহণ করেন ।
আজ বুধবার ৭ সেপ্টেম্বর সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ উপলক্ষে ওই ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এলবাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,সাবেক জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এখলাসুর রহমান লিটন।
এছাড়াও নব-নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারী,বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন,জেলা বিআরটিসি অফিস কর্মকর্তা আবুল হোসেন রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)সাবেক সভাপতি কুশমত আলী,উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আ.লীগ সভাপতি দিগেন্দ্রনাথ রায়, ইউপি সদস্য ফইজুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি নূতন চেয়ারম্যানকে ফুলের মালাসহ বিভিন্ন উপহার প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব দবিরুল ইসলাম৷