123 বার পঠিত
কক্সবাজার প্রতিবেদক> কক্সবাজার -টেকনাফ দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কে নিত্যদিনের মত মাদক দ্রব্য পাচার রোধে, বাহারছড়া চোকিদার পাড়া অস্থায়ী বিজিবি তল্লাশি চৌকিতে ইয়াবা তল্লাশির নামে আব্দুল্লাহ নামে এক মালয়েশিয়া প্রবাসীকে বেধড়ক মারধরের ঘটনায় তল্লাশি চৌকির ৩ সদস্যকে ক্লোজ করেছে।
মঙ্গলবার ( ০৬ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে বাহারছড়া বিজিবি তল্লাশি চৌকিতে এই ঘটনা ঘটে।
তার পরিবার সুত্রে: জানা যায়, আবদুল্লাহ পিতা মৃত শফি উজ্জামান ৩ নং ওয়ার্ড কাইয়ুক খালী টেকনাফ পৌরসভার বাসিন্দা। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসে থাকেন, গত কাল মঙ্গলবার বিকেলে টেকনাফ থেকে তার বাবার কবর জিয়ারত শেষে তার শ্বশুর বাড়ি চাঁদপুরে যাচ্ছিলেন। আসার সময় টেকনাফের বাহারছড়া চোকিদার পাড়ার বিজিবি তল্লাশি চৌকিতে ডিউটি করছিলেন কর্মরত বিজিবি সদস্যর। ঐ সময় আব্দুল্লাহ সহ যাত্রীরা তল্লাশি চৌকিতে পৌঁছলে একেকজন করে তল্লাশি করে। পরে আবদুল্লাহ কে নিয়ে যায় তাদে অস্থায়ী কক্ষে। পরে তাঁকে ইয়াবা তল্লাশির নামে বেধড়ক মারধর করে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেয় কক্সবাজারের দিকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উচ্চমহলের কাছে,
পরে ঐ চেকপোস্টের ক্যাম্প কমান্ডার মাহফুজ রহমান বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইনি প্রক্রিয়া শেষে যাত্রীকে মারধরের ঘটনায় জড়িত ৩ সদস্যকে ক্লোজ করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন।
এ বিষয়ে তার পরিবারের দাবি গতকাল বিজিবি তল্লাশি চৌকির বিজিবি ইয়াবা তল্লাশীর ফাঁদে ফেলে অমানুষিক নির্যাতনের শিকার হয় আব্দুল্লাহ। পরে তাকে একটি গাড়িতে উঠিয়ে দেয়। এসময় কিছুদূর যেতে না যেতেই তার শরীরের তীব্র যন্ত্রনায় মুমূর্ষ অবস্থায় কক্সবাজার বাস টার্মিনালে পরিবহন টি নামিয়ে দিলে ভুক্তভোগী বিষয়টি উপস্থিত লোকজনকে বলেন।
পরে তাকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেয়। এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে আইন গত ব্যবস্থা গ্রহণের দাবি করেন তার পরিবার। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করতে চোকিদার পাড়া ক্যাম্প কমান্ডার মাহফুজ রহমান কে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনে সংযোগ পাওয়া যায় নাই।