1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফের হোয়াইক্যং ঢালাতে ফের ডাকাতী, রক্তাক্ত স্কয়ার কোম্পানি গাড়ি চালক। - দৈনিক দেশেরকথা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস ’চুবানি ও টুস করে ফেলে’দেয়ার হুমকিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা স্বৈরাচার পতনের চল্লিশা পালন হাতিয়ায় ২২ জেলে জীবিত উদ্ধার বৃষ্টি-বাতাসে নাকাল চুয়াডাঙ্গাবাসি পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা: মামুনুল হক পটুয়াখালী নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহ,বন্দরে সতর্ক সংকেত বহাল অন্তর্র্বতী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

টেকনাফের হোয়াইক্যং ঢালাতে ফের ডাকাতী, রক্তাক্ত স্কয়ার কোম্পানি গাড়ি চালক।

জুবাইরুল ইসলাম জুয়েল
  • প্রকাশ রবিবার, ২১ আগস্ট, ২০২২

 116 বার পঠিত

টেকনাফের বাহারছড়া হোয়াইক্যং ঢালা পথে ফের ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২০ আগষ্ট) রাত আনুমানিক সাড়ে ৮:০০ টার দিকে টেকনাফের বাহারছড়া হোয়াইক্যং ঢালা পথ হয়ে আসার সময় ডাকাতের ছুরিকাঘাতে মোঃ রিপন মুল্লাহ (৩৫) নামে এক গাড়ি চালক’কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য শামলাপুর তুহিন ফার্মেসিতে নিয়ে আসেন একই কোম্পানির চাকরিজীবী তার সহোদর এনামুল হাসান নামে এক ব্যক্তি, পরে পুলিশকে খবর দিলে শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ এসে তুহিন ফার্মেসিতে ঘটনার বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে যায়, পাশাপাশি আহতদের সুচিকিৎসার পরামর্শ ও দেন।পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শামলাপুর কসমেটিক দোকানের এজেন্ট মাওঃ: হেলাল উদ্দিনের বাড়িতে নিয়ে যায়।

আহতরা হলেন, খুলনা বাগেরহাটের মৃত শাহাজাহান মুল্লার পুত্র: মোঃ রিপন মুল্লাহ (৩৫) ও ময়মনসিংহ ঈশ্বর গঞ্জ এলাকার এনামুল হাসান (২৮) তারা দুজন স্কয়ার কোম্পানির গাড়ি চালক বলে জানা গেছে।তাঁরা জানান, আমরা নিত্যদিনের মত কোম্পানির মালামাল সেল দিয়ে রাত: সাড়ে আটটার দিকে আসার সময় হোয়াইক্যং ঢালার মাঝ পথে ২টি টমটম অটোরিকশা দেখতে পাই, কাছাকাছি আসতেই হুট করে আমাদের গাড়ি থামিয়ে দেয় ডাকাত দল, এতে কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে নামিয়ে, মারধর করে ২০ হাজার টাকা ও ৩টা মোবাইল ফোন হাতিয়ে নেয়ার পর আমরা দু’জন’কে পিছপা হাত বেঁধে শোয়াই রাখেন।একপর্যায়ে হঠাৎ একজন এসে টাকা আর কোথায় বলে, ডান পায়ের হাঁটুর উপরে পরপর দুটি ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে সকলের টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল।

 ডাকাতি চলাকালে ১৫/২০ টি গাড়ির যাত্রীরদের বেধড়ক মারধরের পাশাপাশি সবকিছু লুটে নিয়ে রাত আনুমানিক ১১:০০ টার দিকে তাঁরা চলে যায়।

এ বিষয়ে শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, আহত ব্যক্তিরা রাত: ১ টার দিকে এসে বিষয়টি জানিয়েছেন, তবে বিষয়টি ভিন্ন কিছু মনে হচ্ছে বলে মন্তব্য করেন, তিনি আরো বলেন রাত সাড়ে ৮:০০ টা পর্যন্ত ডিউটি পুলিশ ছিল ঢালায়, ডাকাতী তো হওয়ার কথা নয়, তবে বিষয়টি তদারকি করা হচ্ছে, বলে জানান পুলিশ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park