120 বার পঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসকে সামনে রেখে মুজিব পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে ঝালকাঠি জেলা যুবলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
৫ আগষ্ট শুক্রবার বেলা ১১ টায় ঝালকাঠির বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির।
দলটির জেলা আহবায়ক রেজাউল করিম জাকির বলেন, শোকাবহ আগস্টে শেখ কামালের জন্মদিনে বঙ্গবন্ধুর নামে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি। এতে একদিকে দেশের পরিবেশ রক্ষায় বনায়নে ভূমিকা রাখা হবে অপরদিকে বঙ্গবন্ধু হত্যার শোক শক্তি হয়ে কেবল মানুষের মধ্যে ছড়িয়ে যাবে না, বরঞ্চ ছড়িয়ে যাবে এ বাংলার বাতাসে প্রতি অণু-অক্সিজেনে।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝালকাঠি জেলা শাখার যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর মো. কামাল শরীফসহ জেলা, শহর এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।