168 বার পঠিত
অভ্যন্তরীণ পুকুর ও জলাশয়ে দেশীয় মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন পুকুরে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় ৫৭ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা মৎস্য অফিসের সহযোগীতায় এ মৎস্য অবমুক্তকরন কর্মসূচী পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃমইনুল হক (প্রশাসনিক), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস, খামার ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস প্রমুখ।