1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. jonehaidar42@gmail.com : Daynik DesherKotha : Daynik DesherKotha
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ভাড়া বাড়ল গনপরিবহনের - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম চুলয়াডাঙ্গায় হ*ত্যার দায়ে তিন জনের ফাঁসি চ্যাটজিপিটি ব্যবহার করে ঘরে বসেই আয় করুন লাখ টাকা! জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই এজাহার থেকে আসামীর নাম গায়েব,সোহাগের পরিবারের অভিযোগ এজাহার পাল্টেছে পুলিশ  উৎপাদন বাড়লেও ‘কূটনৈতিক ফাঁদে’ ধুঁকছে ইলিশ রপ্তানি আবারো গোপালগঞ্জে যাব, গ্রামে-উপজেলায় কর্মসূচি করব: নাহিদ ইসলাম শিকলে বাঁধা কুকুর’ — ইসরা*য়েলকে ঘিরে খামেনির বিস্ফোরক মন্তব্য, হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রকেও আমি ছেড়ে দিলাম, ইউনিভার্স দেখছে” — নুসরাত ফারিয়ার ভাবুক পোস্ট নারীদের হাসিতে পুরুষেরা পাগল হয় কেন? রক্ত দিলে কী হয় জানুন জীবন বাঁচানো এই মহান কাজের সুফল

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ভাড়া বাড়ল গনপরিবহনের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৬ আগস্ট, ২০২২

 201 বার পঠিত

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস মালিকদের দাবির কারণে ভাড়া বাড়াল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (৬ আগস্ট) বিকেলে সাড়ে ৫টায় বৈঠকে বসেন বিআরটিএ ও বাস মালিকরা। রাত সাড়ে ৯টায় বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। রোববার (৭ আগস্ট) থেকে এ ভাড়া কার্যকর হবে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। আর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া পূর্বের ন্যায় ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারিত থাকবে।

এর আগে ২০২১ সালের শেষের দিকে দূরপাল্লার বাসে ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল এবং মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল। সেই হিসেবে এবার দূরপাল্লার বাস ভাড়া বেড়েছে ২২ শতাংশ আর মহানগরী তথা ঢাকা ও চট্টগ্রামের বাস ভাড়া বেড়েছে ১৬ শতাংশ।

এদিকে শুক্রবার (৫ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য (লিটারপ্রতি) ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা হবে। এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোল ৮৬ টাকায় বিক্রি হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park