152 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বেগবান করার লক্ষ্যে মোঃ মিজানুর রহমান মিজান-কে আহ্বায়ক ও ইঞ্জিঃ এস এম জিল্লুর রহমান জনি-কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি কেন্দ্রীয় সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন-এর সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ অনুমোদন করেছেন।
আহবায়ক- মিজানুর রহমান মিজান,যুগ্ন-আহ্বায়ক মোশাররফ হোসেন, লিটন মিয়া,শাহেদ আহাম্মেদ লাভলু, হারুন অর রশীদ হারিছ,জিয়াউর রহমান জিয়া, নূর ইসলাম, সাজু মিয়া,মোঃ জহুরুল মন্ডল, রিপন আহম্মেদ আকন্দ, খোকন আকন্দ, হারুন মিয়া, সদস্য সচিব-ইঞ্জিঃ এস এম জিল্লুর রহমান জনি, সদস্য- ইঞ্জিঃ উজ্জ্বল চৌধুরী,আসাদুজ্জামান আসাদ, আয়নাল হক,শহিদুর রহমান সমাজল, রাসেল আহমেদ রানা,সোহেল রানা,সার্জেন্ট অবঃ আব্দুল হালিম, রুকুন্নুজামান রুকন, মিজানুর রহমান মিজান (প্যানেল মেয়র),সাংবাদিক টুটুল, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম,মোঃ মুরাদ মাহমুদ সরকার, শেখ ফরিদ,মোঃ কামরুল ইসলাম রুবেল, বিদ্যুৎ আহমেদ, তুহিনুর ইসলাম, ফরহাদ হোসেন,আখতার মিয়া,মোঃ আজম খান, বিল্লাল,মোঃ মিন্টু মিয়া,মোঃ হাফিজুর রহমান,সুজন,রেজাউল করিম সোহেল মেম্বর, ইসলাম মিয়া, ইদুল মিয়া,মামুন পাটোয়ারী, খোরশেদ আলম স্বপন,এস এম জাফরুল পাশা সুভাস, আব্দুল খালেক খাজা, সাজুমিয়া,জহুরুল হক মিদুলআলম মিয়া, বিপ্লব হুসাইন, সাব্বির হোসেন, শদিুর রহমান বাবুও মুন্তা বিল্লাহ প্রমুখ।