113 বার পঠিত
জামালপুরপ্রতিনিধি>জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে রশিদ আলী (৩০) নামে এক ঘর মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার ১৩জুলাই বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রশিদ আলী একই এলাকার শিক্কু মিয়ার ছেলে। এ সময় বিদ্যুৎপৃষ্টে মজিবুর রহমান (৩৮) ও আক্রাম হোসেন (৩২) নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামের মজিবুর রহমানের বাড়িতে ঘর মেরামতের যান মিস্ত্রি রশিদ মিয়া।
কাজের এক পর্যায়ে ঘরের ভিতর বিদ্যুতের তারে ছিদ্র থাকায় বিদ্যুৎপৃষ্ট হন রশিদ আলী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাকে বাচাঁতে এসে বাড়ির মালিক মজিবুর রহমান ও আক্রাম হোসেন গুরুতর আহত হন।
বাড়ির আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।