115 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>জামালপুর দেওয়ানগঞ্জে সদর ইউনিয়নের তিলেতপুর গ্রামে শ্রমিকের টাকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে এক সংঘর্ষে দুই সহোদর মারা গেছে ।
রোববার ১৪ জুলাই সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদাগর আলীর ছেলে সুলাইমান (৪২), হাবিবুর রহমান (৪০)। সংঘর্ষে ফকরুল ইসলামসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
গুরুতর আহত ফকরুলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী জানায় , নিহত সোলাইমান, হাবিবুর ও প্রতিবেশি জামালের ছেলে বিএনপি (৪২), বিএনপির ছেলে শরিফ (২২), জামালের ছেলে ফকির (৪২)সহ ১০ থেকে ১৫ জন ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় এক ঠিকাদারী প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতো।
এনিয়ে সুলাইমান ও হাবিবুরের সাথে শরিফ ও ফকিরদের মধ্য টাকা পয়সা নিয়ে বিরোধ ছিলো। এ ঘটনায় এলাকায় একাধিক শালিক বৈঠকও হয়েছে।সোমবার সকালে এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটে।
সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় সহোদর দুই ভাই সুলাইমান ও হাবিবুর।তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য নেওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।