144 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় রং মিস্ত্রি শামিম আহমেদ (৩৮) মারা গেছেন। আহত হয়েছেন সহকর্মী রাজু আহমেদ(৩৫)। তাদের উভয়ের বাড়ি রেখিরপাড়ায়।
শুক্রবার ৫ জুলাই সকাল ১০ টার দিকে ঢাকা থেকে মাদারগঞ্জ গামী একটি প্রাইভেট কার কোনামালঞ্চ গ্রামে পৌঁছলে রংসাইডে গিয়ে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শামিম মারা যান এবং রাজু আহত হয়। স্থানীয়রা রাজুকে উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে পাঠায়। ড্রাইভার গাড়িটি রেখে পালিয়ে যায়।
অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তার পরিবারে অভিযোগ দিলে ব্যবস্হা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।